অবৈধ ভাবে মিতালী মার্কেটের কর্তৃত্ব দখলের সহায়তা হিসেবে নেওয়া মোটা অংকের টাকা ভাগবাটোয়ারা নিয়েই গত বৃহস্পতিবার দুপুরে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার্স ইনজার্চ (ওসি) মোঃ কামরুল ফারুকের সাথে ইন্সপেক্টর অপারেশন রুবেল হাওলাদারের তুমুল বাক বিতন্ডার ঘটনা ঘটে। গত ২ দিন পুলিশের বিভিন্ন সূত্রের সাথে আমাদের প্রতিনিধি কথা বলে এমনটাই জেনেছেন।
১০ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত প্রায় ৩০ মিনিট সিদ্ধিরগঞ্জ থানার ওসি’র কক্ষের সামনে দুই জনের মধ্যে বাক বিতন্ডার ঘটনা ঘটে। থানার ইন্সপেক্টর (তদন্ত) ইশতিয়াক আশফাক রাসেলসহ অন্যান্য অফিসাররা এসে উভয়কে শান্ত করেন। পরে বিষয়টি জানতে পেরে জেলা পুলিশ সুপার মোঃ জায়েদুল আলম সিদ্ধিরগঞ্জ থানার ইন্সপেক্টর (অপারেশন) রুবেল হাওলাদারকে সোনারগাঁও থানায় বদলীর আদেশ দেন।
ঘটনারদিন সন্ধ্যায় জেলা পুলিশের উধর্তন কর্মকর্তারা সিদ্ধিরগঞ্জ থানা পরির্দশন করেন বলে জানা গেছে। অভিযোগ উঠেছে, গত ৮ সেপ্টেম্বর সকালে সিদ্ধিরগঞ্জ থানার এসআই কাজল চন্দ্র মজুমদারের উপস্থিতিতেই লাঠি-সোঠা নিয়ে মিতালী মার্কেটে হামলা করে জয়নাল আবেদীন ফারুক-জামান-নাজিমউদ্দিন নাজু গংরা। অবৈধ ভাবে মিতালী মার্কেটের কর্তৃত্ব দখলের সহায়তা হিসেবে ফারুক-জামান-নাজু গংদের কাছ থেকে ১০ লাখ টাকা নেন সিদ্ধিরগঞ্জ থানার অফিসার্স ইনজার্চ (ওসি) মোঃ কামরুল ফারুক। ইন্সপেক্টর অপারেশন রুবেল হাওলাদারের মাধ্যেমেই ফারুক-জামান-নাজু গংরা ১০ লাখ টাকা ওসি কামরুল ফারুকের কাছে পাঠান। এ টাকার ভাগ ইন্সপেক্টর অপারেশন রুবেল হাওলাদারকে না দিয়ে একাই নিয়ে নেন ওসি মোঃ কামরুল ফারুক।
ঐ টাকার ভাগ নিয়েই ১০ সেপ্টেম্বর বৃহস্পতিবার সিদ্ধিরগঞ্জ থানার ওসি’র কক্ষের সামনে দুই জনের মধ্যে বাক বিতন্ডার ঘটনা ঘটে। তবে উৎকোচ গ্রহনের বিষয়ে তার জানা নেই বলে দাবী করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ওসি কামরুল ফারুক।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ইন্সপেক্টর (অপারেশন) রুবেল হাওলাদার জানান, আমাদের বদলীর চাকুরী বদলী করছে তাই সোনারগাঁও থানায় চলে আসছি। মাঝ খানে কিছু লোকের সাথে পরিচয় হইছে। এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ইন্সপেক্টর (তদন্ত) ইশতিয়াক আশফাক রাসেল বলেন, ওসি স্যার ও অপারেশনের মধ্যে একটু কথা কাটা হয়েছে। তাছাড়া আর কিছু বলা যাবে না।
সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনজার্চ (ওসি) মোঃ কামরুল ফারুক জানান, উৎকোচের বিষয়ে আমার জানা নেই। ইন্সপেক্টর অপারেশন রুবেল হাওলাদারের সাথে আমার তেমন কিছু হয়নি। তাকে সোনারগাঁও থানায় বদলী করা হয়েছে।
এ বিষয়ে মার্কেটের দোকানদার সমিতির সাধারণ সম্পাদক মোঃ ফেরদৌস আহমেদ বলেন, সদ্য আমাদের কমিটির মেয়াদ শেষ হয়েছে। কমিটির দায়িত্ব দখলে নিতেই মার্কেটে হঠাৎ আক্রমণ করা হয়েছে। খবর পেয়ে আমরা পুলিশের কাছে অভিযোগ দিয়েছি। তবে বাংলাদেশ শ্রম বিধিমালা অনুযায়ী নতুন কমিটি নির্বাচনের আগ পর্যন্ত সদ্য মেয়াদ শেষ হওয়া কমিটির দায়িত্ব বহাল থাকবে বলে তিনি জানান। কিন্তুঅবৈধ ভাবে মিতালী মার্কেটের কর্তৃত্ব দখল নিতে মরিয়া হয়ে উঠেছে সাবেক কমিটির ফারুক-জামান-নাজু গংরা। তারা প্রকাশ্যে পুলিশ নিয়ে মার্কেটে হামলা করেছে। তার ভিডিও ফুটেজ আমাদের কাছে সংরক্ষিত আছে। পুলিশ অনৈতিক সুবিদা নিয়েই অবৈধ ভাবে মার্কেটের কর্তৃত্ব ফারুক-জামান-নাজু গংদের কাছে দিতে যাচ্ছেন।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply