December 24, 2024, 4:41 pm

তথ্য ও সংবাদ শিরোনামঃ
নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার থেকে লোপাট হলো ১৪,৯৪০ কোটি টাকা। কুমিল্লায় মুক্তিযোদ্ধাকে লাঞ্ছনার ঘটনায় ড. মুহাম্মদ ইউনূস তীব্র নিন্দা জানিয়েছেন। চলমান সময়ের প্রয়োজন নতুন রাজনীতি ও নতুন নেতৃত্ব ….এম এ আলীম সরকার লায়ন মোঃ গনি মিয়া বাবুল এর কবিতা অর্থনীতিক ও ভূরাজনৈতিক কারণে বঙ্গোপসাগর আন্তর্জাতিকভাবে বড় বড় শক্তির নজরে পড়েছে। চাঁদাবাজির কারণে নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি, ঢাকা শহরে চাঁদাবাজদের তালিকা তৈরির কাজ চলমান, দু-তিনদিনের মধ্যে তালিকা ধরে অভিযান শুরু হবে। নাটোরে সদর উপজেলার বড়হরিশপুরে কাশিমপুর কেন্দ্রীয় মহাশ্মশানে ডাকাতি। স্বৈরশাসক ও ফ্যাসিবাদের দোসর অস্ত্র ব্যবসায়ী দেলু নাঃগঞ্জ মহানগর তরুন দলের সদস্য সচিব ৫ আগস্টের পরে হচ্ছে হাজার হাজার মিথ্যা মামলা, চলছে দেদার অর্থ উপার্জন, মামলার বাদীরা ধরাছোঁয়ার বাইরে! মুচলেকা দিয়ে যশোরের মাদ্রাসায় ‘জঙ্গি নাটকের’ অবসান। মুন্সিগঞ্জের টঙ্গীবাড়িতে সাদপন্থিদের নিষিদ্ধকরণ ও শাস্তির ‎‎দাবীতে মানববন্ধন এবং বিক্ষোভ মিছিল। ব্যাংক ডাকাতির মত ঘটনা যেন আর না ঘটে : মোমিন মেহেদী ভালুকায় ছিন্নমূল ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ ব্যাংক ডাকাতির মত ঘটনা যেন আর না ঘটে: মোমিন মেহেদী ইজতেমার ময়দানে হামলার বিচারের দাবিতে ভালুকায় মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত। একটি সেতুর অভাবে, লক্ষাধিক মানুষের যাতায়াতের ভোগান্তি। বিএসএমএমইউর সাথে বারডেম একাডেমি ও টিচার্স এসোসিয়েশনের সভা অনুষ্ঠিত। বিজ্ঞান আশীর্বাদ ও অভিশাপ প্রথম এরোপ্লেন আবিষ্কারের কাহিনী রাইট ভ্রাতৃদ্বয়ের অসাধ্য সাধন। নরেন্দ্র মোদির বক্তব্যের বাংলাদেশ গণমুক্তি পার্টির তীব্র প্রতিবাদ বিএসএমএমইউতে মহান বিজয় দিবস ২০২৪ উপলক্ষে আলোচনা সভা সাউন্ডবাংলা-বিজয়ের কবিতা-ছড়া পাঠে ৫ বিজয়ী ভালুকায় নতুন ইউএনও’র যোগদান ভালুকায় বিএনপির বিজয় র‍্যালি অনুষ্ঠিত নতুনধারার ৪ দিনব্যাপী বিজয়শ্রদ্ধা কর্মসূচি সমাপ্ত আজীবন সম্মাননা পাচ্ছেন সাংবাদিক নুরুদ্দীন আহমেদ ভালুকায় বিভিন্ন কর্মসূচিতে মহান বিজয় দিবস উদযাপন জাতীয় স্মৃতিসৌধে ফুল দিতে গিয়ে আওয়ামী লীগের ৭ নেতাকর্মী আটক টঙ্গীবাড়ী প্রেসক্লাবের পক্ষ থেকে ৭১ এর বীর শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পন। স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাতে জনতার ঢল। ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে শহীদ জিয়ার মাজারে নাগরিক দলের শ্রদ্ধা

৫৫ মামলায় গ্রেপ্তার এড়াতে বাসার আন্ডারগ্রাউন্ডে গোপন সুড়ঙ্গ করেছিলেন ইমাম হোসেন নাসিম।

৫৫ মামলায় গ্রেপ্তার এড়াতে বাসার আন্ডারগ্রাউন্ডে গোপন সুড়ঙ্গ করেছিলেন ইমাম হোসেন নাসিম।

নিজস্ব প্রতিবেদকঃ নিরীহ মানুষের কাছ থেকে দখল করে ও খাস জমিতে প্লট বানিয়ে বিক্রি করে তিনশ কোটি টাকা হাতিয়ে নিয়েছেন ইমাম হোসেন নাসিম (৬৬)। ‘নাসিম রিয়েল এস্টেট’ নামে ডেভেলপার কোম্পানি খুলে এ টাকা হাতিয়ে নিয়েছেন। শতাধিক প্রতারণা মামলার আসামি নাসিমের বিরুদ্ধে ৫৫টি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। এতগুলো মামলা মাথায় নিয়ে আত্মগোপনে থাকতেন ইমাম হোসেন নাসিম। তবে শেষ রক্ষা হলো না তার। গত বুধবার রাজধানীর মিরপুরের রূপনগর আবাসিক এলাকা থেকে তৃতীয় স্ত্রী হালিমা আক্তার সালমাসহ তাকে গ্রেপ্তার করেছেন র‌্যাব-৪।

বৃহস্পতিবার কারওয়ান বাজারে র‌্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়েছে। সংবাদ সম্মেলনে র‌্যাব-৪-এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. মোজাম্মেল হক জানিয়েছেন, গ্রেপ্তারের সময় ইমামের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, তিন রাউন্ড গুলি, এক লাখ ৩৫ হাজার জাল টাকা, এক হাজার চারশ পিস ইয়াবা, বিদেশি মদ, চারটি ওয়াকিটকি সেট, ছয়টি পাসপোর্ট, ৩৭টি ব্যাংক চেক ও ৩২টি সিমকার্ড জব্দ করা হয়েছে।

র‌্যাব-৪-এর প্রধান জানান, সাভারের কাউন্দিয়া এলাকায় খাস ও নিরীহ মানুষের জমি দখল করে ‘নাসিম রিয়েল এস্টেট’ কোম্পানির সাইনবোর্ড টানিয়ে রাখতেন তিনি। সহজে জমি নিজের দখলে না এলে আগ্নেয়াস্ত্র দেখিয়ে ভয়ভীতি দেখাতেন। জায়গাটিকে আবাসিক নগর করার স্বপ্ন দেখিয়ে বায়নানামা করার নামে প্রায় পাঁচ হাজার ব্যক্তির প্রত্যেকের কাছ থেকে পাঁচ লাখ টাকা করে নিয়েছেন তিনি। ২৫০ জনের সঙ্গে ভুয়া চুক্তিপত্র করে তিনি প্রত্যেকের কাছ থেকে ১২ থেকে ২০ লাখ টাকা আত্মসাৎ করেছেন তিনি।

সংবাদ সম্মেলনে জানানো হয়, নাসিমের গ্রামের বাড়ি ভোলা জেলায়। তবে প্রায় ৪০ বছর আগে বাবা বেলায়েত হোসেনের সঙ্গে রাজধানীর বাড্ডা এলাকায় চলে আসেন তিনি। বেলায়েত হোসেন ভোলায় গ্রাম্য ডাক্তার ছিলেন। নাসিম নিজেকে গ্র্যাজুয়েট বলে দাবি করেন। আশির দশকে ঠিকাদারি করতেন তিনি। ঠিকাদারির কাজের অভিজ্ঞতা কাজে লাগিয়ে ২০০২ সালে ‘নাসিম রিয়েল এস্টেট’ নামে একটি ভুঁইফোঁড় কোম্পানি খোলেন। শাহ আলী থানাধীন ২৫/২৯, চিড়িয়াখানা রোডে এটির অফিস। বুধবার ওই অফিসে অভিযান পরিচালনার সময় তার মালিকানাধীন ১৬টি ভুয়া প্রতিষ্ঠানের সন্ধান পাওয়া যায়।

২০০৫ সালে নামসর্বস্ব এসব প্রতিষ্ঠানের নামেও মানুষের কাছ থেকে নানাভাবে টাকা আত্মসাৎ করেছেন নাসিম। গ্রেপ্তার এড়াতে তিনি বাসার আন্ডারগ্রাউন্ডে গোপন সুড়ঙ্গ করেছিলেন এবং সুড়ঙ্গে ছিল ফিঙ্গার প্রিন্ট-সংবলিত দরজা। ফিঙ্গার প্রিন্ট-সংবলিত দরজার কক্ষে তিনি আত্মগোপনে থাকতেন। নাসিমের অনুপস্থিতিতে তার তৃতীয় স্ত্রী হালিমা আক্তার সালমা কোম্পানির কার্যক্রম দেখতেন।

অতিরিক্ত ডিআইজি মোজাম্মেল হক বলেন, নাসিম ও হালিমা নামে-বেনামে ৩২টি সিমকার্ড ব্যবহার করতেন, যা প্রতারণার কাজে ব্যবহার হতো। মানুষকে ফাঁদে ফেলে টাকা আত্মসাৎ করার পর ধরাছোঁয়ার বাইরে চলে যেতেন তারা। ইয়াবা ও বিদেশি মদের ব্যবসাও করতেন তিনি। ঢাকার বিভিন্ন এলাকায় পাইকারি ও খুচরা মাদকদ্রব্য বিক্রি করতেন এ দম্পতি। এ ছাড়া এ দম্পতির জালনোট তৈরির ব্যবসা ছিল বলে সংবাদ সম্মেলনে জানানো হয়েছে।

আমাদের প্রকাশিত তথ্য ও সংবাদ আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)

Design by Raytahost.com