December 26, 2024, 1:24 am

তথ্য ও সংবাদ শিরোনামঃ
নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার থেকে লোপাট হলো ১৪,৯৪০ কোটি টাকা। কুমিল্লায় মুক্তিযোদ্ধাকে লাঞ্ছনার ঘটনায় ড. মুহাম্মদ ইউনূস তীব্র নিন্দা জানিয়েছেন। চলমান সময়ের প্রয়োজন নতুন রাজনীতি ও নতুন নেতৃত্ব ….এম এ আলীম সরকার লায়ন মোঃ গনি মিয়া বাবুল এর কবিতা অর্থনীতিক ও ভূরাজনৈতিক কারণে বঙ্গোপসাগর আন্তর্জাতিকভাবে বড় বড় শক্তির নজরে পড়েছে। চাঁদাবাজির কারণে নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি, ঢাকা শহরে চাঁদাবাজদের তালিকা তৈরির কাজ চলমান, দু-তিনদিনের মধ্যে তালিকা ধরে অভিযান শুরু হবে। নাটোরে সদর উপজেলার বড়হরিশপুরে কাশিমপুর কেন্দ্রীয় মহাশ্মশানে ডাকাতি। স্বৈরশাসক ও ফ্যাসিবাদের দোসর অস্ত্র ব্যবসায়ী দেলু নাঃগঞ্জ মহানগর তরুন দলের সদস্য সচিব ৫ আগস্টের পরে হচ্ছে হাজার হাজার মিথ্যা মামলা, চলছে দেদার অর্থ উপার্জন, মামলার বাদীরা ধরাছোঁয়ার বাইরে! মুচলেকা দিয়ে যশোরের মাদ্রাসায় ‘জঙ্গি নাটকের’ অবসান। মুন্সিগঞ্জের টঙ্গীবাড়িতে সাদপন্থিদের নিষিদ্ধকরণ ও শাস্তির ‎‎দাবীতে মানববন্ধন এবং বিক্ষোভ মিছিল। ব্যাংক ডাকাতির মত ঘটনা যেন আর না ঘটে : মোমিন মেহেদী ভালুকায় ছিন্নমূল ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ ব্যাংক ডাকাতির মত ঘটনা যেন আর না ঘটে: মোমিন মেহেদী ইজতেমার ময়দানে হামলার বিচারের দাবিতে ভালুকায় মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত। একটি সেতুর অভাবে, লক্ষাধিক মানুষের যাতায়াতের ভোগান্তি। বিএসএমএমইউর সাথে বারডেম একাডেমি ও টিচার্স এসোসিয়েশনের সভা অনুষ্ঠিত। বিজ্ঞান আশীর্বাদ ও অভিশাপ প্রথম এরোপ্লেন আবিষ্কারের কাহিনী রাইট ভ্রাতৃদ্বয়ের অসাধ্য সাধন। নরেন্দ্র মোদির বক্তব্যের বাংলাদেশ গণমুক্তি পার্টির তীব্র প্রতিবাদ বিএসএমএমইউতে মহান বিজয় দিবস ২০২৪ উপলক্ষে আলোচনা সভা সাউন্ডবাংলা-বিজয়ের কবিতা-ছড়া পাঠে ৫ বিজয়ী ভালুকায় নতুন ইউএনও’র যোগদান ভালুকায় বিএনপির বিজয় র‍্যালি অনুষ্ঠিত নতুনধারার ৪ দিনব্যাপী বিজয়শ্রদ্ধা কর্মসূচি সমাপ্ত আজীবন সম্মাননা পাচ্ছেন সাংবাদিক নুরুদ্দীন আহমেদ ভালুকায় বিভিন্ন কর্মসূচিতে মহান বিজয় দিবস উদযাপন জাতীয় স্মৃতিসৌধে ফুল দিতে গিয়ে আওয়ামী লীগের ৭ নেতাকর্মী আটক টঙ্গীবাড়ী প্রেসক্লাবের পক্ষ থেকে ৭১ এর বীর শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পন। স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাতে জনতার ঢল। ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে শহীদ জিয়ার মাজারে নাগরিক দলের শ্রদ্ধা

গোসাইরহাটে বিয়ের প্রলোভন দেখিয়ে স্কুল ছাত্রীকে ধর্ষণ

গোসাইরহাটে বিয়ের প্রলোভন দেখিয়ে স্কুল ছাত্রীকে ধর্ষণ

রাকিব হোসেন, শরীয়তপুর জেলা প্রতিনিধঃ শরীয়তপুর জেলার গোসাইরহাট উপজেলায় কুচাইপট্টি ইউনিয়নের মশুরগাঁও এলাকায় বিয়ের প্রলোভন দেখিয়ে স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির এক স্কুল ছাত্রী (১৫) কে অভিনব কায়দায় ধর্ষণের অভিযোগ উঠেছে সেলিম ব্যাপারীর ছেলে জাহিদুল ব্যাপারী (২২) এর বিরুদ্ধে। গত (৬ ডিসেম্বর রোজ শনিবার) ছাত্রীর মা গোসাইরহাট থানায় মামলা করেন। ২৮ দিন অতিবাহিত হলেও এখন পর্যন্ত মামলার আসামী জাহিদুল আটক হয়নি। বর্তমানে মামলা তুলতে গুম হত্যার হুমকি দিচ্ছে আসামী জাহিদুলের পরিবার। নিরাপত্তাহীনতায় ভুগছেন ভুক্তভোগী পরিবার।

থানায় অভিযোগ, ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, আসামি কুচাইপট্টি ইউনিয়নের মশুরগাঁও এলাকার সেলিম ব্যাপারীর ছেলে জাহিদুল ব্যাপারী (২২) স্কুলে আসা-যাওয়ার পথে প্রায়ই ওই ছাত্রীকে উত্ত্যক্ত করতেন। একপর্যায়ে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। পরে বিয়ের প্রলোভন দেখিয়ে বিভিন্ন স্থানে নিয়ে জাহিদুল স্কুল ছাত্রীকে একাধিকবার ধর্ষণ করেন।

শেষবারের মত গত ৪ ডিসেম্বর রাত ১১ টার দিকে আসামী জাহিদুল তার বাড়িতে নিয়ে তিন সিটের বসত ঘরে নিয়ে মেয়ের ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ভাবে একাধিক বার ধর্ষণ করে। ওই ছাত্রী অসুস্থ হয়ে পরলে ওলি মৃধা, সুমন মৃধা, মানসুরা বেগমসহ স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে। পরে ছাত্রীকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। ধর্ষণের ফলে ওই ছাত্রী অন্তঃসত্ত্বা হয়ে পরে। জাহিদুল জন্মনিয়ন্ত্রণ ট্যাবলেট খাইয়ে ছাত্রীর পেটের বাচ্চা নষ্ট করে ফেলে দেয়। ধর্ষণের শিকার ছাত্রী জাহিদুল কে বিয়ের জন্য তাগিদ দিতে থাকেন। কিন্তু জাহিদুল বিয়ে করতে রাজি হয় না, বরং সে উল্টা পাল্টা কথা বলে। এদিকে গত ৬ ডিসেম্বর ছাত্রীর মা গোসাইরহাট থানায় একটি অভিযোগ দায়ের করেন।

অভিযোগের পর ৭ ডিসেম্বর স্থানীয় হাসান ঘরামী, কালাম ব্যাপারী, সেলিম ব্যাপারী, আলি হোসেন মোল্লা, অলিল মৃধা, শাহ আলম মৃধা, ফিরোজ মৃধা, নারগিস বেগমসহ ২০/২৫ জন জাহিদুলের কাকি নারগিস বেগমের বাড়িতে দরবার সালিশ করেন। সালিশে দেড় লাখ টাকায় মিমাংসা হয়। টাকা দিলে ছাত্রীর পরিবার মামলা তুলে নেয়ার কথা। কিন্তু জাহিদুলের পরিবার ধর্ষণের শিকার পরিবার কে কোন প্রকার টাকা দেয়নি।

সালিশ নারগিস বেগম বলেন, ঘটনাটি নিয়ে আমার বাড়িতে দুটি পক্ষ দরবার সালিশ করে। পরে মেয়ের পক্ষ ৩ লাখ টাকা দাবি করে। প্রথমে এক লাখ টাকা দিতে রাজি হয় ছেলের পরিবার। পরে দেড় লাখ টাকায় মিমাংসা হয়। কিন্তু ছেলের পরিবার মেয়ের পরিবারকে এখনো টাকা দেয়নি।

স্থানীয় হাসান ঘরামী, কালাম মৃধাসহ অনেকেই বলেন, এরকম ঘটনায় যিনি জড়িত তাকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি যেটা আইনে রয়েছে মৃত্যু দন্ড সেটা দেওয়া হোক। এক জনের মৃত্যু দন্ড হলে পরবর্তীতে কোন ছেলে এরকম ঘটনা ঘটাতে সাহস পাবে না।

ধর্ষণের শিকার ছাত্রী বলেন, আমি স্কুলে আসা-যাওয়ার পথে জাহিদুল আমার সাথে দেখা করতো। পরে এক পর্যায় আমি জাহিদুলের সাথে প্রেম করতে রাজি হয়ে যাই। জাহিদুলের সঙ্গে আমার এক বছরের সম্পর্ক । জাহিদুল আমাকে বলছিলো বিয়ে করবে,কিন্তু বিয়ে না করে সে আমাকে একাধিক বার আমাকে যোর পূরবক ভাবে বিভিন্ন স্থানে নিয়ে ধর্ষণ করছে। পরবর্তীতে যখন আমার পেটে বাচ্চা আসে তখন জাহিদুল ঔষধ খাইয়ে আমার পেটের বাচ্চা নষ্ট করে দেয়। আমি এর বিচার চাই।

ছাত্রীর বাবা বলেন, আমার মেয়ের সঙ্গে জাহিদুলের সম্পর্ক আমরা জানতাম না। আমার মেয়েকে ঘর থেকে বের করে নিয়ে খারাপ কাজ করেছে জাহিদুল। তাই আমি মামলা করেছি।

অভিযুক্ত জাহিদুল ব্যাপারীর মা দিপা বেগম বলেন, গত ৪ ডিসেম্বর রাতে আমার ছেলে বাড়িতে ছিল না। মেয়ের পরিবার আমাদের বাড়িতে এসে মেয়েকে ঘরে ঢুকিয়ে তালা মারে। পরে স্থানীয়রা দরবার সালিশ করে।

গোসাইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা সোহেব আলী বলেন, এ ঘটনায় একটি মামলা হয়েছে। মামলার আসামী জাহিদুল পালিয়ে বেড়াচ্ছেন। আসামীকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।

আমাদের প্রকাশিত তথ্য ও সংবাদ আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)

Design by Raytahost.com