নিজেস্ব প্রতিবেদকঃ বাংলাদেশে করোনা ভাইরাস পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদফতরের প্রতিবেদন হাইকোর্টে উপস্থাপন করা হয়েছে। সোমবার এ প্রতিবেদন উপস্থাপন করেছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ বি এম আবদুল্লাহ আল মাহমুদ বাশার।
এর আগে, সোমবারের মধ্যে চীনের উহান থেকে ছড়িয়ে পড়া করোনা ভাইরাস প্রতিরোধে সরকার কী ব্যবস্থা নিয়েছেন তা জানতে চান হাইকোর্ট।
সংবাদমাধ্যমে এ বিষয়ে প্রকাশিত প্রতিবেদন আদালতের নজরে আনার পর বৃহস্পতিবার বিচারপতি এফআরএম নাজমুল আহাসান ও বিচারপতি কেএম কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চ তিনটি মৌখিক নির্দেশনা দেন।
সেই নির্দেশনার আলোকে আজ প্রতিবেদন জমা দিল স্বাস্থ্য অধিদফতর।
আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবিএম আব্দুল্লাহ আল মাহমুদ বাশার।
উল্লেখ্য, চীনের উহান থেকে ছড়িয়ে পড়া করোনা ভাইরাস মহামারী আকার ধারণ করেছে। এ রোগে এ পর্যন্ত ৩৮২৮ জনের মৃত্যু হয়েছে। রোগটি বিশ্বের একশ’র বেশি দেশে ছড়িয়ে পড়েছে। বাংলাদেশেও করোনার ভাইরাস শনাক্ত হয়েছে।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply