মাহমুদুল হাসান,যশোর প্রতিনিধি :: যশোরে গত ২৪ ঘন্টায় নতুন করে আরো ১১৬ জনের করোনা শনাক্ত হয়েছে। করোনা ও উপসর্গ নিয়ে মারা গেছেন ১০জন। উচ্চ ঝুঁকির কারণে যশোরের পাঁচ পৌরসভা ও ৯টি ইউনিয়নে লকডাউন চলছে। এদিকে করোনা সংক্রমনের হার উর্দ্ধমুখি হওয়ায় চলমান বিধিনিষেধ বাড়ানো হয়েছে আরও ৭ দিন । সেই সাথে জনগণকেও সচেতন হওয়ার পরামর্শ দিচ্ছে প্রশাসন ।
গত ২৪ ঘন্টায় ২৭৭জনের নমুনা পরীক্ষার ফলাফলে ১১৬ জনের করোনা শনাক্ত হয়েছে ও জেলায় শনাক্তের হার ৪০ শতাংশ বলে জেলা সিভিল সার্জন অফিস সুত্রে জানা গেছে। বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছে ১৪২জন করোনা আক্রন্ত রোগী। যশোর জেনারেল হাসপাতালের আর এম ও ডাক্তার আরিফ আহম্মেদ ও সিভিল সার্জন অফিসের তথ্য কর্মকর্তা ডাক্তার রেহেনেওয়াজ এ তথ্য নিশ্চিত করেন। জেলাটিতে আজ মারা গেছেন ১০জন,যার মধ্যে ৬জন করোনা রোগী এবং অপর ৪ জনের ভিতর করোনার উপসর্গ রয়েছে।
যশোর সদর উপজেলার ১জন,অভয়নগর উপজেলার ১ জন,মনিরামপুর উপজেলার ১জন,চৌগাছা উপজেলার ১জন,শার্শা উপজেলায় ১জন ও ঝিকরগাছা উপজেলার ১জন করোনা রোগী যশোর জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরন করেছেন বলে আরো জানা গেছে।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply