মোঃ শাহিন আলম পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ পটুয়াখালীতে করোনা রোগীদের অক্সিজেন সেবার লক্ষ্যে পটুয়াখালী প্রেসক্লাব উদ্যোগে ” করোনা যুদ্ধে আমরাও… এ শ্লোগানকে সামনে রেখে আজ ২০ আগস্ট শুক্রবার সকাল ১০.৩০ মিঃ সময় সদর রোডস্থ প্রেসক্লাবে ” পটুয়াখালী প্রেসক্লাব অক্সিজেন ব্যাংক” এর কার্যক্রম আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন অনুষ্ঠিত।
পটুয়াখালী প্রেসক্লাবের সভাপতি স্বপন ব্যানার্জী এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক জালাল আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জি.এম.সরফরাজ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পটুয়াখালী জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর, অতিরিক্ত পুলিশ সুপার মো. মাহফুজুর রহমান, পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের আর.এম.ও ডাঃ ফাতেমাতুজ জোহরা বৃষ্টি। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সহ-সভাপতি সোহরাব হোসেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজী শামসুর রহমান ইকবাল, সাবেক সহ-সভাপতি কে.এম. এনায়েত হোসেন, সাবেক সাধারন সম্পাদক মো. জাফর খান, সাবেক অর্থ বিষয়ক সম্পাদক শংকর লাল দাস, যুগ্ম সাধারন সম্পাদক মোজাহিদুল ইসলাম নান্নু, সদস্য আতিকুল আলম সোহেল, চিন্ময় কর্মকার, বিলাস দাস, জাহাঙ্গীর হোসেন, জাকির মাহমুদ সেলিমসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।
বক্তারা করোনা রোগীদের সেবায় দক্ষিনাঞ্চলের ঐতিহ্যবাহী পটুয়াখালী প্রেসক্লাবের উদ্যোগে “পটুয়াখালী প্রেসক্লাব অক্সিজেন ব্যাংক” কার্যক্রম চালু করায় সাধুবাদ জানান। এ মহতী কার্যক্রমে সাধ্যমত সহযোগিতা করার আশ্বাস দেন অতিথিবৃন্দ।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply