মোঃ শাহিন আলম পটুয়াখালী জেলা প্রতিনিধি পটুয়াখালীর দুমকি উপজেলার ৩টি গুরুত্বপূর্ন পয়েন্টে ব্যবহারযোগ্য টয়লেট না থাকায় ব্যবসায়ীসহ ক্রেতা-বিক্রেতাদের চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে। অনুপোযোগী টয়লেটের বাইরে মলত্যাগ করায় বাজারের ময়লা-আবর্জনা ও মলমুত্র একাকার হয়ে ঐতিজ্যবাহী পিরতলা বাজার দূর্গন্ধে মাছ বাজারে ঢোকা দায়। বাসষ্ট্যান্ডে যাত্রী ছাউনি সংলগ্ন পাবলিক টয়লেট থাকে তালাবদ্ধ। প্রয়োজনে যাত্রীদের যেতে হচ্ছে আশে-পাশের বাসা-বাড়িতে। অপরদিকে থানাব্রীজ এলাকায় পাঞ্জেগানা মসজিদসহ অর্ধশতাধিক দোকান-পাট থাকলেও নেই কোন টয়লেট। পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তিনদিকের প্রবেশধারে অবস্থিত এ সব পয়েন্টে একাধিক টয়লেট প্রয়োজন হলেও দেখার যেন কেউ নেই।
উপজেলার বৃহত্তর পিরতলা বাজারে প্রতিদিন হাজারো মানুষের সমাগম। এছাড়া রবি ও বুধবারের সাপ্তাহিক বাজারে আসা কয়েক হাজার লোক দূর্ভোগের স্বীকার হচ্ছে। মহিলা ও শিশুদের ভোগান্তির শেষ নেই। মাছ বাজারে টয়লেট থাকলেও ব্যবহারের অনুপযোগী। অথচ প্রতি বছর ইজারার মাধ্যমে এ বাজার থেকে প্রায় ১০ লক্ষ টাকা আদায় করা হয়। ২০২১ সালে উপজেলা পরিষদ আধুনিক টয়লেট স্থাপনের জন্য ১৯ লক্ষ টাকা বরাদ্ধ দিলেও জমি না থাকার অযুহাতে তা এখন মসজিদের বাউন্ডারীর মধ্যে নির্মান হচ্ছে। যেখানে মহিলা পথচারীসহ শিশুদের ব্যবহার সম্ভব নয়।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply