বাংলাদেশ গণমুক্তি পার্টির আহ্বায়ক এম এ আলীম সরকার ২০ অক্টোবর, রবিবার এক বিবৃতিতে বলেন, দেশে ইতিহাস চর্চা বলতে কিছুই নেই। কোনো কোনো মহল আমাদের জাতীয় ইতিহাসকে বিশেষ করে রাষ্ট্রভাষা আন্দোলন থেকে ৭১-র মুক্তিযুদ্ধ পর্যন্ত সময়ের প্রকৃত ইতিহাসকে বিকৃত করার অপচেষ্টা করছে বলে অভিযোগ উত্থাপিত হয়েছে। কিন্তু মতবিনিময়ের মাধ্যমে মতপার্থক্যের সকল বিতর্কের অবসান হওয়া প্রয়োজন। বর্তমান উপদেষ্টামন্ডলী বিভিন্ন দিবস বাতিল করে দেওয়াতে আগেকার বিতর্কের পুনরাবৃত্তি দেখা দিয়েছে। আমরা এই বিতর্কের বিবেকসম্মত যৌক্তিক সমাধান চাই। এক পক্ষ অন্য পক্ষকে শেষ করে দেওয়ার জন্য প্রতিহিংসাপরায়ণ হয়ে যে সকল বক্তব্য দিয়ে থাকেন, তাতে মানবতার পরিচয় পাওয়া যায় না। সমস্যা সমাধানের জন্য আলোচনা-সমালোচনার মাধ্যমে বিবেকসম্মত ও যুক্তিসংগত তথ্যনিষ্ঠ সমাধান চাই। আমরা চাই সংঘাত-সংঘর্ষমুক্ত উন্নতিশীল নতুন বাংলাদেশ এবং যুদ্ধমুক্ত পৃথিবী।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply