পবিত্র রমজান মাসকে বলা হয় রাসূল পাক হজরত মোহাম্মদ (সঃ) এর নিকট পবিত্র কোরআন প্রকাশের মাস। এ মাসে মহান আল্লাহ রাসূল পাক হজরত মোহাম্মদ (সঃ) এর নিকট রাসূল (সঃ) এর মাতৃ ভাষা আরবি ভাষায় পবিত্র আল কোরআন প্রকাশ করেছিলেন। মহান আল্লাহ রাব্বুল আল-আমিন যুগে যুগে যত নবী রাসূল জগতে পাঠিয়েছেন সকলের কাছেই তাদের নিজ নিজ মাতৃ ভাষায় আল্লাহর বিধান সংবলিত বাণী প্রকাশ করেছেন। এর কারণ ছিল নবী রাসূলগণ এবং তারা যাদের কাছে আল্লাহ ‘র বাণী মোবারক পৌঁছাবে তারা যেন সহজে আল্লাহ ‘র বিধান বুঝতে পারে। এ বিষয়ে সূরা ইব্রাহিম এর ৪ নং আয়াতে মহান আল্লাহ প্রকাশ করেন।
“আমি সব নবীদেরকেই তাদের স্বজাতির ভাষাভাষী করেই প্রেরণ করেছি, যাতে তাদেরকে পরিষ্কার বোঝাতে পারে। অতঃপর আল্লাহ যাকে ইচ্ছা, পথঃভ্রষ্ট করেন এবং যাকে ইচ্ছা সৎপথ প্রদর্শন করেন। তিনি পরাক্রান্ত, জ্ঞানময়।”
এই আয়াত দ্বারা প্রমান হয় যে, মহান আল্লাহ নিদৃষ্ট কোনো ভাষা তার বান্দার উপর চাপিয়ে দেননি। আল্লাহ সকল ভাষা বুঝেন, এবং সকল ভাষাই আল্লাহ ‘র সৃষ্টি। তাই যার যার মাতৃ ভাষাতেই যদি আল্লাহ ‘র ঐশী বিধান পাঠ করে তবে তারা সহজেই আল্লাহ ‘র বিধান বুঝতে পারবে। আর জেনে বুঝে মহান আল্লাহ ‘র ইবাদত বন্দেগী করা সর্বো উত্তম। মহান আল্লাহ আমাদের সত্য বুঝার ও উপলব্ধি করার তাওফিক দান করুন। আমিন।
সুফী মোহাম্মদ আহসান হাবীব
লেখক ও অতীন্দ্রিয় গবেষক
১০-০৫-২০১৯ খ্রি
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply