টাঙ্গাইল, বাসাইল থেকেঃ টাঙ্গাইলের বাসাইলে নতুন করে আরও একজন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এনিয়ে উপজেলায় করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো ১০জনে। এর মধ্যে কালিয়াকৈর, মির্জাপুর ও সদর উপজেলার ৪ জন বাসাইলে এসে নমুনা দিয়ে স্বস্ব গন্তব্যে চলে যান। গত সপ্তাহে তাদের রিপোর্ট করোনা পজেটিভ আসে।
রবিবার (২১ জুন) সকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফিরোজুর রহমান এ তথ্যটি জানিয়েছেন। নতুন আক্রান্ত ওই ব্যক্তি উপজেলার জশিহাটী গ্রামের বড়বাড়ি এলাকার বাসিন্দা নান্নু মিয়ার ছেলে নাজমুল মিয়া (২৯)।
নাজমুল মিয়া ও তার পারিবারিক সূত্রে জানা যায় তিনি ময়মনসিংহের ভালুকার সিডস্টোর মাস্টার বাড়ি এলাকায় স্কয়ার টেক্সাটাইল কোম্পানীর সসুভার ভাইজার হিসেবে কর্মরত ছিলেন। তার শরীরে করোনা উপসর্গ পরিলক্ষিত হওয়ায় কর্তৃপক্ষ ছুটি দিয়ে বাড়িতে পাঠিয়ে দেন। তিনি গত ৯ জুন বাড়িতে চলে আসেন। পরে ১৪ জুন রবিবার বাসাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ হাজির হয়ে নমুনা দিয়ে আসেন। ২১ জুন সকালে তার করোনা পজেটিভ রিপোর্ট আসে।
পরে বিকেল তিনটায় উপজেলা সহকারি কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিষ্ট্রেড ফজলে এলাহীর নেতৃত্বে একটি প্রশাসনিক টীম ঘটনা স্থলে হাজির হয়ে। আক্রান্ত নাজমুলের বাড়ির তিনটি পরিবারসহ বাড়িটি ১৫ দিনের লকডাউন ঘোষনা করে পরিবারের সবাইকে হোম আইসোলেশনে থাকার নির্দেশ প্রদান করেন।
ডা. ফিরোজুর রহমান বলেন, গত ১৫ জুন নাজমুলসহ চারজনের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়। পরে আজ চারজনের মধ্যে একজনের রিপোর্ট এসেছে। একজনের রিপোর্টেই করোনা পজিটিভ এসেছে। ১৫ জুন পাঠানো আরও তিনজনের রিপোর্ট এখনও আসেনি। তিনি আরও বলেন, এনিয়ে উপজেলায় করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো ১০জনে। এদের মধ্যে সুস্থ হয়েছেন দুইজন। বাকি ৮জন চিকিৎসাধীন রয়েছে।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply