“সেচ্ছায় করুন রক্তদান, কান্নার চোখে হাসি ফোটান” এ স্লোগানটি সামনে রেখে ২৯ আগষ্ট ২০১৯ খিস্টাব্দে কাশিয়ানী এর অঙ্গ সংগঠন হিসাবে আত্ন প্রকাশ ঘটে কাশিয়ানী ব্লাড ব্যাংক একটি অনলাইন রক্ত দাতা সংস্হা যার কার্যক্রম কাশিয়ানী পরিসিমা পেরিয়ে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছে অন-লাইন ভিত্তিক “কাশিয়ানী ব্লাড ব্যাংক” এই গ্রুপের প্রতিনিধিরা জরুরী প্রয়োজনে আপনাকে রক্তের যোগান দেওয়ার চেষ্টা করবে । এই গ্রুপের সাথে কোন আর্থিক লেনদেনের সম্পর্ক নেই
আমি বিশ্বাস করি, ব্লাড ব্যাংকের সকল সদস্যরা এক একজন স্বেচ্ছাসেবক । কেউ নিজে রক্তদান করে, কেউ রক্তদাতা খুঁজে পেতে সহযোগিতা করে, কেউ প্রচার করে এই মহৎ কার্যক্রম প্রসারিত করে । আমাদের কাছে সকলের গুরুত্ব সমান এবং সবাই যার যার অবস্থান থেকে কাজ করার ফলে বিগত দিনের তুলনায় বর্তমানে সচেতনতা বহুগুন বৃদ্ধি পেয়েছে, এই অবদান সম্পূর্ন আপনাদের ।
কাজটা শুরু হয়েছিলো ২০১৯ সালের ২৯ আগষ্ট থেকে । তখন আমাদের ফেইসবুক গ্রুপ ছিলো না, এমনকি ফেইসবুকে পোস্ট দিয়ে রক্তদাতা খুঁজে পাওয়া অনেকটা অসম্ভব ছিলো । তখন রক্তদাতা বলতে নির্দিষ্ট কয়েকজন বন্ধু এবং বড়ভাইদের মধ্যে সীমাবদ্ধ ছিলো । ‘কাশিযানি ব্লাড ব্যাংক’ নামে ফেইসবুক গ্রুপ চালু করার পর থেকে ব্যাপক প্রচার শুরু হয় এবং কার্যক্রম ছড়িয়ে পড়ে সারাদেশে ।
একটা সময় যারা রক্তের পোস্ট দেখলে মজা করতো, তারাও এখন নিয়মিত রক্ত দেওয়ার পাশাপাশি স্বেচ্ছাসেবক হিসাবে কাজ করে । বর্তমান তরুণদের বড় একটা অংশ বিভিন্ন স্বেচ্ছাসেবামূলক কাজের সাথে যুক্ত থাকার কারনে মাদক, ইভটিজিং, জুয়াসহ বিভিন্ন সামাজিক অপকর্ম থেকে দূরে আছে আর এইটুকুই আমাদের সফলতা ।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply