সব- এ-বরাত বা লাইলাতিম মুবা-রাকা বা বরকতময় রাতে আল্লাহ ‘র পক্ষথেকে তার সৃষ্টির জন্য বাজেট পেশ করাহয়। আর সব-এ-কদর বা সম্মানিত রজনীতে আল্লাহ ‘র পক্ষথেকে পেশকৃত বাজেট পাশ করাহয়।
পবিত্র আল কোরআনে সব- এ -বরাতের রজনী সম্পর্কে সূরা দুখানের দ্বিতীয় আয়াত থেকে ষষ্ঠ আয়াতে ইঙ্গিত করা হয়েছে। এখানে তৃতীয় আয়াতে লাইলাতিম মুবা-রাকা বা বরকতময় রাতের সুস্পষ্ট ইঙ্গিত বহমান।
বলা হচ্ছে “শপথ সুস্পষ্ট কিতাবের। আমি একে নাযিল করেছি। এক বরকতময় রাতে, নিশ্চয় আমি সতর্ককারী। এ রাতে প্রত্যেক প্রজ্ঞাপূর্ণ বিষয় স্থিরীকৃত হয়। আমার পক্ষ থেকে আদেশক্রমে, আমিই প্রেরণকারী। আপনার পালনকর্তার পক্ষ থেকে রহমতস্বরূপ। তিনি সর্বশ্রোতা, সর্বজ্ঞ।” (সূরা দুখান, আয়াত ০২ হইতে ০৬ পর্যন্ত)
উল্লেখিত পবিত্র কোরআনের আয়াতের ৪ নাম্বার আয়াতে মহান আল্লাহ বলছেন এ রাতে প্রত্যেক প্রজ্ঞাপূর্ণ বিষয় স্থিরীকৃত হয়।
পবিত্র আল কোরআনের উল্লেখিত আয়াতে স্পষ্ট পবিত্র বরকতময় রাত অর্থাৎ সব- ই -বরাতের রজনীর কথা বিদ্যমান।
সুতরাং সাবান মাসের ১৪ তারিখ রাতে অর্থাৎ ১৫ সাবান রাতে বরকতময় রাত। এ রাত অত্যন্ত রহমত ও বরকতময় রাত।
সুফী মোহাম্মদ আহসান হাবীব
১৬-০৩-২০২২ খ্রিস্টাব্দ
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply