ঋতম্ভরা বন্দোপাধ্যায়, কলকাতা: আগের যুগে বিউটি টিপ্স বলতে ঘরের জিনিসে সাজা তো মেয়েরা নিজেদের ত্বক কে। সাজগোজ করতে কে না ভালোবাসে? সাজগোজ তো মেয়েদের সৌন্দর্য। তবে সে সময় কতো রকমের যে সুন্দর সুন্দর জিনিস ছিল যেগুলো দিয়ে মেক আপ করা হতো মুখে, চোখে, ঠোঁটে। আগে মেয়েরা চোখে ঘরে পাতা কাজল লাগাতো। আমার দিদিমা ঠাকুমারা জ্বলন্ত প্রদীপের ওপরে কাঁসার থালা রেখে প্রদীপের ভুসি টা কে সংগ্রহ করতেন। তার মধ্যে সর্ষের তেল মিশিয়ে কাজল লতা তে ভরে রাখতেন। তারপর সময় মতো করে কাজল লতা কে সামান্য তাতিয়ে নিয়ে চোখে লাগাতেন। চোখে খুব আরাম লাগতো আর দৃষ্টিশক্তি ভালো থাকতো। আগের যুগের মেয়েরা পায়ে আলতা লাগাতো সেটিই লিপস্টিক করে ঠোঁটে ও লাগানো হতো। বিবাহিতা মেয়েরা আলতা দিয়ে সিঁদুর লাগাতেন।
মুখে ব্রণ হলে বহু যুগ আগে মেয়েরা মুখে মুলতানি মাটি আর ধৃতকুমারীর পাতা লাগাতো যেটা দিয়ে ত্বক কে উজ্জ্বল করে। এখনকার যুগে বেড়েছে বেশি কেমিক্যাল ব্যবহার করা ক্রিম। সবকিছুর এখন প্রধান লক্ষ্য নিজের ত্বক কে বাঁচিয়ে রাখার জন্য নয় মেক আপ করার জন্য নষ্ট করা হচ্ছে ত্বক। তাই সবসময়ই ব্যবহার করুন ঘরোয়া উপায় কিছু জিনিস যেগুলো দিয়ে ত্বক পরিষ্কার ও উজ্জ্বল করে রাখা যায়। মুখে বা বাকি যেখানেই হোক স্কিনে টমেটোর রস দিয়ে একটু সামান্য হলুদ পাউডার ওতে মিশিয়ে লাগান দেখবেন স্কিনের ঔজ্জ্বল্যতা বাড়বে।
এতে স্কিন ভালো থাকে। চিনি , লেবু রস ও মধু সামান্য নিয়ে মিশিয়ে মুখে বা বাকি জায়গাতে লাগাবেন স্কিনে ময়েশ্চারাইজারের মতো কাজ করবে আর আপনার স্কিনের তৈলাক্ত ভাব কেটে যাবে। এখন স্টাইল এ মেয়েরা কোনও ভাবে পিছিয়ে থাকতে চাইবে না। যদি স্টাইল করতে চান ত্বক কে উজ্জ্বল করার জন্য তাহলে কেমিক্যাল ছেড়ে থানকুনি পাতার রস একটু বেটে নিয়ে তাতে সামান্য নিম পাতা রস, হলুদ দিয়ে বেটে পুরো স্কিনে লাগান কোনও শুষ্ক ভাব থাকবে না স্কিনের বরং গায়ে বা মুখে কোনও ব্রণ বা ফোড়াঁ সেরে যায়। কোনও সময় আবার অ্যালোভেরা রস আর ভিটামিন ই ক্যাপসুলের রস মিশিয়ে কিছু ফোঁটা লাগান মুখে যেটা আপনার ত্বকে ক্লিনজার হিসাবে ব্যবহার হবে আর ত্বকের সৌন্দর্য বাড়বে এবং মুখের ব্রণ দাগ ছোপ সারাতে সাহায্য করবে। রসুনের রস আদার রস মিশিয়ে মুখে লাগান ত্বক পরিষ্কার থাকবে।
তাই সবসময়ই নিয়মিত ভাবে ঘরোয়া উপায়ে এগুলো ব্যবহার করে ত্বক কে সাবধানে রাখবেন। তাই ‘মাখনের মতো নরম ত্বক’ সংরক্ষণ করাকে অত্যন্ত জরুরি বলে আমি মনে করি। রাসায়নিক দ্রব্য দিয়ে যেগুলো দ্রব্য তৈরী হয় সেগুলোর ব্যবহার ত্বক কে নষ্ট করে। তাই ঘরোয়া উপায় আমি ফেস প্যাক ব্যবহার করি কেমিক্যাল জিনিস ব্যবহার করার জায়গায়।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply